বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে
স্থায়ী
সম্পত্তি, যাহা
মৌজা – বাহালা গ্রাম, পরগনা – বাল্লিয়া, থানাঃ পূর্বে বেহালা বর্তমানে পর্ণশ্রী, তৌজি নং – ৩৪৬, জে. এল. নং – ২, আর. এস. নং – ৮৩, আর. এস. খতিয়ান নং – ৮০, আর. এস. দাগ নং – ৬২৯২, ওয়ার্ড নং – ১২৯ কোলকাতা পৌরসংস্থার, এবং বর্তমানে পরিচিত
প্রিমাইস নং – ৪/৬৮, রবীন্দ্রনগর, পোস্ট অফিস ও থানাঃ পর্ণশ্রী, কলকাতা – ৭০০০৬০, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, উক্ত সম্পত্তি মি. বসন্ত যাসওয়ারা ও মি. সন্তু যাসওয়ারা (পিতা – মৃত
ক্ষেতু
যাসওয়ারা)-এর
মালিকানাধীন।
উক্ত সম্পত্তির উন্নয়ন
কার্য
(বিল্ডিং নির্মাণ) সম্বন্ধে জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট সম্পাদিত হয়েছে
তারিখ ১০/০৭/২০১৮ তারিখে, জমির মালিকদ্বয়ের সাথে এবং প্রোমোটার পক্ষ M/s. Om
Enterprise এর মধ্যে। M/s. Om Enterprise, একটি
প্রোপ্রাইটরশিপ ফার্ম,
অফিস
— ২২৯,
মহারাণী ইন্দিরা দেবী
রোড,
পোস্ট
ও
থানাঃ
পর্ণশ্রী, কলকাতা
– ৭০০০৬০,
প্রোপ্রাইটর স্ম্টি. সুজাতা দত্ত, উভয় পক্ষের
মধ্যে
চুক্তি
এখনো
বহাল
রয়েছে।
সাধারণ জনগণকে
সতর্ক
করা
হচ্ছে
যে
উক্ত
সম্পত্তি সম্পর্কে কারও সাথে ক্রয়-বিক্রয়, দলিল, চুক্তি, ডেভেলপমেন্ট, GPA/SPA/POA, অগ্রিম, টোকেন, চুক্তিপত্র বা অন্য যেকোনো রকম লেনদেন বা সমঝোতা করবেন না, করলে আপনারা নিজ দায়িত্বে করবেন।
কারণ,
উক্ত
সম্পত্তির উন্নয়ন
সম্পর্কিত কাজ
M/s. Om Enterprise (প্রোমোটার) এর অধীনে
জয়েন্ট
ভেঞ্চার চুক্তির ভিত্তিতে চলমান।
এ
সংক্রান্ত অতিরিক্ত তথ্যের
জন্য
নিম্নলিখিত যোগাযোগে যোগাযোগ করুন:
M/s. Om Enterprise
২২৯,
মহারাণী ইন্দিরা দেবী
রোড,
পোস্ট
ও
থানাঃ
পর্ণশ্রী, কলকাতা
– ৭০০০৬০
মোবাইল:
____________
No comments:
Post a Comment